Class v amader poribesh Question -Answer | Manob deho MSQ Question -Answer | আমাদের পরিবেশ (পঞ্চম শ্রেণি) : মানবদেহ


আমাদের পরিবেশ (পঞ্চম শ্রেণি)  

 মানবদেহ 

1) আমাদের শরীরের বর্ম কোনটা?

উত্তর: আমাদের শরীরের ধর্ম হলো চামড়া বা ত্বক। 

2) চামড়ার নিচে ফুলে থাকা নল গুলি কি? উত্তর:চামড়ার নিচে ফুলে থাকা নল গুলি হলো সিরা। 3) ত্বক কোথায় পুরু বা মোটা? 

উত্তর:হাতের চেটোর দিকের ত্বক পুরু বা মোটা।

4) চামড়া পুড়ে গেলে কি করা উচিত?

উত্তর: 1. চামড়া পুড়ে গেলে ঠান্ডা জল দিতে হয়।

2. বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া দরকার।

5) চামড়ার রং কেন কালো হয়?

উত্তর: মেলানিন এর জন্য চামড়ার রং কালো হয়।

6) কে ত্বকের ক্যান্সার ঘটায়?

উত্তর: অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়।

7) ত্বকের ক্যান্সার কে আটকায়?

 উত্তর: ত্বকের ক্যান্সার মেলানিন আটকায়।

৪) কে অতি বেগুনি রশ্মি শুষে নেয়?

উত্তর: মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নেয়।

9) শরীরে মেলানিন তৈরি করতে কে সাহায্য করে?

উত্তর: শরীরে মেলানিন তৈরি করতে রোদ সাহায্য করে।

Abu Hasan

Hi friends! My name is Abu hasan.i am 23 years old.i am a home tuition teacher. My favorite hobby is reading.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন